আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৩ নভেম্বর ২০২৫
শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ

রাজধানীর আদাবর থানার শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে আদাবর থানার শেখেরটেক ৯ নম্বর মাসুমের গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, আদাবর এলাকার অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা রুবেল। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ নানা অপরাধে সম্প্রতি নিজস্ব বাহিনী গড়ে তুলেছেন রুবেল। তারা নিরীহ ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের অস্ত্রের মুখে মারধর করে রিকশা ছিনিয়ে নিতেন। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দেন ভুক্তভোগীরা।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।