সিআইডির নামে ভুয়া নোটিশ প্রচার: সতর্ক থাকার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৪ নভেম্বর ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নামে ভুয়া নোটিশ প্রচার করা হচ্ছে। এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সিআইডি।

সোমবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

বিজ্ঞপ্তিতে জসীম উদ্দিন খান বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নামে একটি ভুয়া নোটিশ/সার্টিফিকেট প্রচার করা হচ্ছে, যেখানে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, বৈদেশিক মুদ্রা লেনদেন ইত্যাদি অভিযোগ দেখিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করা হয়েছে

স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, এই নোটিশ সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বিভ্রান্তিকর। এ ধরনের ভুয়া নোটিশের মাধ্যমে জনগণকে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। উক্ত নোটিশ/সার্টিফিকেট দ্বারা কেউ বিভ্রান্ত হবেন না।

সিআইডি এরই মধ্যে বিষয়টি তদন্ত করছে এবং উক্ত ভুয়া নোটিশ প্রস্তুত ও প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেআর/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।