সর্বশেষ সর্বনিম্ন তাপমাত্রা ছিল কত সালে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৬
আজও সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন ঢাকা, ছবি: মাহবুব আলম

জানুয়ারির ৩ আর বাংলা পৌষ মাসের ১৯ তারিখ আজ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, নওগাঁর বদলগাছী ও পাবনার ঈশ্বরদীতে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে আবহাওয়া অফিস পূর্বাভাসে জানায়, এ বছর চলতি জানুয়ারি মাসে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। এর আগে ২০১৮ সালের জানুয়ারি মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সম্প্রতি কয়েকবছর ধরে ইতিহাসে এটিই হলো এখন পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড। একই বছর উত্তরাঞ্চলে রংপুরের সৈয়দপুরের তাপমাত্রাও রেকর্ড ভাঙে, এটি ছিল ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সিরাজগঞ্জে
তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

২০১৮ সালে উত্তরাঞ্চলের নীলফামারীর ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট এবং দিনাজপুরের তাপমাত্রা ছিল ৩ ডিগ্রির ঘরে।

তার আগে ২০১৩ সালে বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সেসময় রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরের তাপমাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৫, ৩ দশমিক ২ ও ৩ ডিগ্রি সেলসিয়াস। এই তালিকায় আছে রাজশাহীও। ২০০৩ সালে সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার অফিসের পূর্বাভাস বলছে, ২০২৬ সালের জানুয়ারিতে এবারও তাপমাত্রার পারদ ওঠানামা করতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।