খালেদা জিয়া স্মরণে শুরু নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্বনির্ধারিত এ শোকসভা শুরু হয়।

শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত আছেন।

শোকসভায় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছি, বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা এবং গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক সফিক রেহমান ও মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

বিদেশি কূটনীতিকদের মধ্যে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, কানাডার হাইকমিশনার অজিত সিংহ, নেদারল্যান্ড রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি, ইরান রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, ভুটান রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি এবং ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট প্রমুখ।

এমএইচএ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।