যশোর-১ আসনে বিএনপি নেতা তৃপ্তির প্রার্থিতা বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন ভবন/ফাইল ছবি

যশোর-১ আসনে বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে যশোর-১ আসনে বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেওয়া হলেও পরে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। বিএনপি যে তৃপ্তিকে মনোনয়ন দিয়েছে এমন কোনো ডকুমেন্টস সাবমিট করতে পারেননি তিনি, যে কারণে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এমওএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।