রাজধানীর দুই থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল ও উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

হাতিরঝিল থানার বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার (১৭ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রানা (২৩), জহিরুল হাওলাদার (২৫), মো. সিরাজুল ইসলাম (৫৫), রাজেশ কুমার (৩০), মো. তানভির হাসীব চৌধুরী, মো. ইয়াছিন আরাফাত (১৯) ও মো. সজীব হোসেন (৩০)।

উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, একই দিনে উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আটজনকে গ্রেফতার করে। তারা হলেন—জি এম হোসেন আলী (২৫), মো. শফিকুল (২৯), মো. আকাশ ইসলাম (১৯), মো. মামুনুর রশীদ (৩০), মো. আলম (২০), মো. শাওন (১৯), মো. মারুফ (২৫) ও মো. নুর আলম (২০)।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কেআর/এমএমকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।