তৎপর আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১১ জানুয়ারি ২০১৫

বিশ্ব ইজতেমার শেষ দিনে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। বরাবরের থেকে এবারে এলিট ফোর্স র‌্যাব, পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সদস্যদের বেশি তৎপর থাকতে দেখা গেছে। তারা কঠোর নজরদারিতে রেখেছে পুরো এলাকা।

আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ডাকা অবরোধে রাজনীতিতে যে বিছিন্ন ঘটনা ঘটছে তার কোন প্রভাব যাতে টঙ্গীর তুরাগ তীরে না পড়ে সেটিকে তারা সজাগ রয়েছে। একই সঙ্গে মুসল্লিরা যাতে ভয় না পান সেজন্যও তারা সচেষ্ট রয়েছে।  

এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে খিলক্ষেত এলাকাতে সাধারণ পরিবহন আটকে দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক মানুষ ধর্মীয় এই বড় উৎসবে অংশ নিতে পায়ে হেটে আসছেন। আশে পাশের বাড়ি, দোকানপাট, বিপনি বিতানে অবস্থান নিয়েছে।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।