বিএনপি নেত্রীর মাথা খারাপ : শেখ হাসিনা
বিএনপি নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যোনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। ২০০৯ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার মূল কারণ হলো জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না পাওয়া। বেগম খালেদা জিয়া জানতেন, জামায়াত ছাড়া তার নির্বাচনে জয়লাভ করা অসম্ভব।’
খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘হরতাল অবরোধ করে লাভ হবে না। বাংলার মানুষকে রক্ষ করার জন্য যা করা দরকার করা হবে।’ এর আগে, সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল। সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। মঞ্চে রয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।