নিহত জঙ্গি আবু হাকিমের আসল পরিচয় মিলেছে


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৮ জুলাই ২০১৬

রাজধানী কল্যাণপুরে অপারেশন স্টর্ম-২৬ এর জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে ৮ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে আবু হাকিম নাইমের আসল পরিচয় মিলেছে।
 
চাকরি সূত্রে সে পটুয়াখালী ছিল। সেখানেই সে ভোটার হয়। সঙ্গত কারণে তার ঠিকানাও হয় পটুয়াখালীতে।
 
তবে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, তার আসল বাড়ি টাঙ্গাইল। জাওয়াইল গোলাবাড়ি। থানা গোপালপুর, জেলা টাঙ্গাইল।
 
যদিও এর আগে এনআইডির দেয়া তথ্য অনুযায়ী পরিচয় ছিল আবু হাকিম নাইমের বাবার নাম নুরুল ইসলাম। মাতা- মোসা. হালিমা, গ্রাম- কুয়াকাটা, থানা- কলাপাড়া জেলা- পটুয়াখালী। এনআইডি-৭৮১১০৩০০০৩৬৯। জন্ম তারিখ- ১৫-০১-১৯৮৩।
 
বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশনে তাদের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত ফিঙ্গার প্রিন্টের সঙ্গে মিলিয়ে বিস্তারিত নাম-পরিচয় তুলে ধরা হয়।
 
উল্লেখ্য, আবু হাকিম নাইম ছাড়াও আব্দুল্লাহ, তাজ-উল-হক রাশিক, আকিফুজ্জামান খান, সাজাদ রউফ ওরফে অর্ক, মো. মতিয়ার রহমান ও মো. জোবায়ের হোসেনের (২০) নাম-পরিচয় প্রকাশ করে ডিএমপি।

বৃহস্পতিবার আরো একজনের পরিচয় জানায় ডিএমপি। নিহত ওই জঙ্গির নাম রায়হান কবির। তার বাবার নাম শাজাহান কবির। বাড়ি রংপুরের পীরগাছায়। সে মাদরাসার ছাত্র ছিল।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।