বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশ ৮ম


প্রকাশিত: ০৫:১৪ এএম, ৩১ জুলাই ২০১৬

বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? এমন প্রশ্ন করা হলে আপনার প্রথমেই কোন দেশগুলোর কথা মনে হবে? আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, জাপান এসব দেশের কথাই হয়তো আপনার মনে হবে। কিন্তু আপনার ধারণাকে ভুল প্রমাণ করে দেবে সাম্প্রতিক একটি জরিপ।

হ্যাপি প্লানেট ইনডেক্স নামে সাম্প্রতিক এক জরিপে বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। সবাইকে অবাক করে দিয়ে তৃতীয়বারের মত সুখী দেশের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে কোস্টারিকা। আর এই তালিকায় ৮ম স্থানে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ আমরা একটি সুখী দেশে বাস করি। এবার সুখীর দেশের তালিকায় শীর্ষ ১০ দেশের নাম দেখে নিন:

১. কোস্টারিকা

২. মেক্সিকো

৩. কলম্বিয়া

৪. ভানুয়াতু

৫. ভিয়েতনাম

৬. পানামা

৭. নিকারাগুয়া

৮. বাংলাদেশ

৯. থাইল্যান্ড

১০. ইকুয়েডর

জনগণের শান্তি, সমৃদ্ধি, মৌলিক চাহিদা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ের ওপর জরিপ চালিয়ে সুখী দেশের তালিকাটি তৈরি করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।