ফার্মগেটে অজ্ঞানপার্টির খপ্পরে বাসযাত্রীর মৃত্যু


প্রকাশিত: ০৩:০৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর ফার্মগেট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের নাম মুকুল চন্দ্র দাশ (৪০)। ধামরাই সরকারি কলেজের প্রধান সহকারী মুকুল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেঘরিয়া গ্রামে মৃত মদন চন্দ্র দাশের ছেলে। তিনি পরিবার নিয়ে তেজগাঁওয়ের ৩৩/৩৪ নম্বর স্টেশন রোডের একটি বাসায় থাকতেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কর্মস্থল থেকে বাসে করে ঢাকার বাসায় ফিরছিলেন মুকুল। ফার্মগেট এলাকায় এসে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সংজ্ঞা হারান তিনি। পরে তাকে উদ্ধার করে পথচারীরা ঢামেক হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ছোটভাই মন্তোষ কুমার দাশ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভজন কুমার নামে এক ছাত্র অচেতন অবস্থায় দাদাকে দেখে হাসপাতালে নিয়ে আসেন। ভজন কুমারের দেয়া খবরে তিনি হাসপাতালে আসেন। সন্ধ্যা ৭টার দিকে মুকুলকে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

জেইউ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।