ব্যাংকের টাকা লুটকারী চক্রের ৪ সদস্য আটক
রাজধানীর ফার্মগেট এলাকার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা লুন্ঠনকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা পুলিশ) মনিরুল ইসলাম।
আটককৃতরা হলেন, আল আমিন ইসলাম মানিক ওরফে রবিন(২৭), মো. আব্দুল্লাহ(২৮, মো. হাছান(২৭) ও মো. ইয়াছিন(২৭)।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা পুলিশ) মনিরুল ইসলাম বলেন, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে তিনটার দিকে রাজশানীর তেজগাঁও থানাধীন সোনারগাঁও ক্রসিং সংলগ্ন সুমনা গণি ট্রেড সেন্টারের নীচ তলায় অবস্থিত ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা লুট করার সময় ৭ সদস্যের এক দুর্বৃত্ত উপস্থিত হয়। তারা ধারালো চাপাতি ও ছুরি দিয়ে ব্যাংকের টাকা পরিবহনকারী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের জিম্মি করে ৯২ লাখ ৮ হাজার ৫০০ টাকা লুট করে। এঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় অনুসন্ধান শুরু করে ডিবি পুলিশ।
মহানগর পুলিশের ডিসি (ডিবি পশ্চিম) শেখ নাজমুল আলমের নির্দেশে এডিসি আশিকুর রহমান ও এসি বাকীবিল্লাহর নের্তৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি বলেন, আটককৃতরা কুখ্যাত ডাকাত। তারা সংঘবদ্ধভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনার সাথে জড়িত। তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার না করলেও ধারালো অস্ত্র ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ডাকাতির কাজ সংঘঠিত করে আসছে।
তারা সম্প্রতি বিভিন্ন মহাসড়কে পণ্যবাহী ট্রাক ডাকাতি করেছে। এছাড়া তারা যমুনা গ্রুপের একট ট্রাক টিভিও লুট করে। ডাকাতির ঘটনায় বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ১৩ টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীতে এই ৪ জনের বাইরে ডাকাতির সাথে আরো তিনজন সরাসরি জড়িত ছিলেন। তাদের আটকের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ডাকাতির সাথে ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারি জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুরেই আটককৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।
জেইউ/এআরএস