আ.লীগের কাউন্সিলে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ


প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৯ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের কাউন্সিলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে উদ্যানে প্রবেশের সময় যে কোন ধরনের ব্যাগ, ধারলো অস্ত্র ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।  ২১ অক্টোবর থেকে নিরাপত্তার দায়িত্ব বুঝে নিবে ডিএমপি। তবে ২১-২৩ অক্টোবর পর্যন্ত অনুমোদিত ব্যক্তি ছাড়া উদ্যানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

উল্লেখ্য, আগামী ২২-২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন।

এআর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।