ফেনীতে দগ্ধ মুক্তিযোদ্ধার ঢাকায় মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২২ মার্চ ২০১৫

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাছ বহনকারী একটি ট্রাকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় দগ্ধ মুক্তিযোদ্ধা ও ট্রাকচালক ইউসুফ খান (৬৭) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। তিনি জানান, ইউসুফের শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া আগুনে তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে শুক্রবার ভোরে কুমিল্লার বুড়িচং থেকে একটি ট্রাক মাছ নিয়ে দাগনভূঞার মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে।

এ সময় ইউসুফসহ আরও চারজন দগ্ধ হন। দগ্ধদের সবার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।