মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় শনিবার শোভাযাত্রা

বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতিকে আনুষ্ঠানিকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ইউনেস্কো কর্তৃক গোটা বাঙালি জাতির এ অসামান্য অর্জন উপলক্ষে শনিবার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
শোভাযাত্রাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ হতে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ পর্যন্ত যাবে। শোভাযাত্রায় শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও অঙ্গপ্রতিষ্ঠানসমূহের কমকর্তা-কর্মচারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বিকেল ৪টায় চারুকলার বকুলতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দেশের প্রথিতযশা ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন। আলোচনা সভা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার আদ্দিস আবাবায় ইউনেস্কোর ইন্টার গভর্মেন্টাল কমিটি অন সেফগার্ডিং ইনটেনজিবল কালচারাল হেরিটেজ শীর্ষক বৈঠকে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ১৯৮৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা পালিত হয়ে আসছে।
এমইউ/ওআর/এমএস