রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ এএম, ১০ জুলাই ২০২৫
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন সৌদি আরবের রাষ্ট্রদূত

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বুধবার (৯ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। গত ১ জুলাই তিনি ঢাকা মিশনে যোগ দেন।

ঢাকাস্থ সৌদি দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

চলতি বছর এপ্রিলে ঢাকা ছেড়ে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তার স্থলাভিষিক্ত হলেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।

রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী ড. আব্দুল্লাহ জাফর চীন ও কোরিয়ার বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে সৌদি ফরেন সার্ভিসে পরিচিত। এর আগে তিনি ব্রাজিল, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া, সুইজারল্যান্ড ও চীনে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

২০০৫-২০০৭ সালে তিনি ব্রাজিলে এবং ২০০৭-২০১২ সালে যুক্তরাষ্ট্রের হাউস্টনে সৌদি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে তাকে কোরিয়ায় সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হিসেবে পাঠানো হয়।

২০১৫-২০১৮ সাল পর্যন্ত তিনি সিউলে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি জেনেভায় যান এবং ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তিনি চীনের গুয়াংজুতে সৌদি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

জেপিআই/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।