বাড্ডায় পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫১ এএম, ১০ জুলাই ২০২৫
ফাইল ছবি

রাজধানীর বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে গুলিভর্তি ম্যাগাজিন ও পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।

বুধবার (৯ জুলাই) রাতে তাদের গ্রেফতার করে র্যাব-১। র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে ২ রাউন্ড গুলিভর্তি ২টি ম্যাগাজিন ও ১টি বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে র্যাব-১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

টিটি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।