তুরাগ তীরে ছুটছে মানুষ


প্রকাশিত: ০২:৩২ এএম, ২২ জানুয়ারি ২০১৭

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আজ। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এ পর্বের আনুষ্ঠানিকতা। আর ফজরের নামাজের পর পরই বিভিন্ন এলাকা থেকে বাস-ট্রাক-মিনিবাসে করে টঙ্গীর তুরাগ তীরের দিকে নেমেছে মানুষের ঢল।

দ্বিতীয় পর্বে দেশের ১৭টি জেলার মুসল্লি অংশ নিচ্ছেন। এছাড়া ঢাকা বা আশপাশের এলাকাগুলোর মুসল্লিদের যারা আখেরি মোনাজাতে অংশ নিতে চান তাদের বিশ্ব ইজতেমায় পৌঁছে দিতে ভোর থেকেই বাস স্ট্যান্ডগুলোতে বিভিন্ন ধরনের পরিবহন অপেক্ষা করতে দেখা গেছে।

turag

কোথাও কোথাও পরিবহনের লোকদের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হলেও তাতে আক্ষেপ করছেন না কেউ।

রাজধানীর মিরপুরের রাইনখোলা বাসস্ট্যান্ডে দেখা গেছে সেখান থেকে মাথাপিছু ৩০ টাকায় পৌঁছে দেয়া হচ্ছে ইজতেমা ময়দানে।

এই পরিবহনে ওঠা স্থানীয় বাসিন্দা আবদুর সাত্তার (৫০) বলেন, আমি ২০ বছর ধরে নিয়মিত ইজতেমায় অংশগ্রহণ করছি। ব্যক্তিগত সমস্য থাকায় প্রথম পর্বে অংশ নিতে পারিনি। দ্বিতীয় পর্বে আখেরি মুনাজাতে অংশ নিতে ফজরের পর রওয়ানা দিয়েছি। আল্লাহর রহমতে আখেরি মোনাজাত করে বাড়ি ফিরবো।

জেএ/এমএইচএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।