কুসিক নির্বাচন : আলোচনায় আরফানুল হক রিফাত


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় এগিয়ে আছেন আরফানুল হক রিফাত। আজ (রোববার) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আরফানুল হক রিফাত এগিয়ে। সবকিছু ঠিক থাকলে তিনিই পেতে পারেন নৌকা প্রতীক।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক পেতে এ পর্যন্ত সাতজন আবেদন করেছেন। এর মধ্যে কুমিল্লা জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজাল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা ও ছেলে মাসুদ পারভেজ খান ইমরানও আছেন।

এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদন করেছেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার ও কামাল চৌধুরী।

এইউএ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।