রাজাবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৮ এপ্রিল ২০১৫

রাজধানীর পশ্চিম রাজাবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নূর হোসেন (২০) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম রাজাবাজার এলাকার ঢালিবাড়ি নামক স্থানে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নূর হোসেন পেশায় একজন প্রাইভেটকার চালক। সে মঙ্গলবার রাতে পাওয়া বেতনের ১২ হাজার টাকা নিয়ে বাড়ি আসছিল।

পথে ঢালিবাড়ি রিকশার গ্যারেজের সামনে স্থানীয় নাসির, মাহফুজসহ আরও চার/পাঁচজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা বেতনের ১২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

জেইউ/এআরএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।