রাজধানীতে নারীসহ ৩ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৮ এপ্রিল ২০১৫

রাজধানীর কামরাঙ্গীচর, চকবাজার ও মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. জামাল খান ওরফে মামুন (২৮), মো. মিরাজ (৩০) এবং সোনিয়া আক্তার নিশি (২৮)।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি খেলনা পিস্তল, দুটি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

কাজী মাইনুল ইসলাম বলেন, গত ২ ফেব্রুয়ারি পশ্চিম ধানমণ্ডির মধুবাজারে ডা. প্রদীপ কুমার দাসের বাসায় ডাকাতি হয়। ডাকাতরা ওই বাসা থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ তিন লাখ ৭৭ হাজার পাঁচশত টাকার মালামাল লুণ্ঠন করে। ওই ঘটনায় হাজারীবাগ থানায় একটি ডকাতি মামলা রুজু করা হয়। মামলাটির তদন্তকালে আমরা এই সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ওই ডাকাতির ঘটনায় জড়িত ছিল। এছাড়াও ধানমণ্ডি, হাজারীবাগ ও কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন এলাকায় তার ডাকাতি করে আসছে বলেও স্বীকার করেছে।

জেইউ/এআরএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।