নববর্ষের চেতনাই হচ্ছে অসাম্প্রদায়িকতা : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৭:০২ এএম, ১৪ এপ্রিল ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সেতুবন্ধন মিলিয়ে বাংলাদেশ থেকে হিংসা, সহিংসতা ছেড়ে নাশকতামুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে পারবো। নববর্ষের চেতনাই হলো অসাম্প্রদায়িকতা, মানবতাবাদী চেতনা ।  

মঙ্গলবার সকাল ৯টায় ফেনী পিটিআই স্কুল মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেরিতে হলেও বিএনপির বোধোদয় হয়েছে। এ বোধোদয় যেন তাদের সাময়িক কৌশল না হয়।

তিন সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনে লেবেল প্লেয়িং এর ফলে সরকারি দলের চাইতে বিএনপিই বেশি উপকৃত হচ্ছে। খাদেলা জিয়া ঘরে বাইরে সবখানে প্রচারণা চালাতে পারছেন। কিন্তু প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীরা তা পারছেন না। আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির উচিৎ হবে চোরাগোপ্তা হামলা থেকে বেরিয়ে এসে জনগণের ভালোবাসার আন্দোলন করার। মানুষ মারার আন্দোলন বন্ধ না করলে বিএনপিকে দেশের মানুষ গ্রহণ করবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা, জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম প্রমুখ।

এসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।