মধ্যম আয়ের দেশ হতে কৃষিতে ৪ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন
২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশে পরিণত হতে কৃষিখাতে ৪ শতাংশ প্রবৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ইউনুসুর রহমান। শনিবার খামার বাড়িতে ‘এসআরডিআই বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ভূমি হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রচলিত চাষাবাদ পদ্ধতিসহ সকল সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমানে কৃষিখাতে প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ। কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার করে প্রত্যাশিত লক্ষ্য অর্জনে প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব।
কৃষি সচিব আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক রাজনৈতিক অস্থিরতা, আবাদী জমি হ্রাস এবং রাসায়নিক সারের অতি ব্যবহারের মতো বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও দেশে ৩ দশমিক ৮৭ কোটি মেট্রিক টনের বেশি খাদ্য শস্য উৎপাদিত হচ্ছে যা ১৯৭০ সালে ছিল মাত্র ১ কোটি টন।
এসআরডিআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) নাজমুল হাসান কৃষি উন্নয়নে এসআরডিআই’র ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসআরডিআই) এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এসআরডিআই পরিচালক খন্দকার মঈন উদ্দিন। বৈজ্ঞানিক, কর্মকর্তা এবং সরকারি ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।
আরএস/আরআই