বাংলাদেশ বিনিয়োগবান্ধব দেশ : মেনন


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৮ মে ২০১৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগের জন্য খুবই লাভজনক ও বিনিয়োগবান্ধব একটি দেশ। সোমবার সচিবালয়ে লিথুনিয়ার রাষ্ট্রদূত লাইমনাস টালাটের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতি কাজে লাগাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসহ বিভিন্ন খাতে লিথুনিয়ার বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্ববান জানান তিনি।

রাশেদ খান মেনন দু‘দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, লিথুনিয়া বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধু। তিনি বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থা যুগোপযোগী করে গড়ে তুলতে দেশে বৃহত্তম বিমানবন্দর প্রতিষ্ঠায় বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কেও তাকে অবহিত করেন।

এদিকে লিথুনিয়ার রাষ্ট্রদূত আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বাংলাদেশে দক্ষ বৈমানিক তৈরিসহ বিমানখাতে কারিগরি সহযোগিতা দেয়ার আগ্রহ প্রকাশ করেন।

এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।