ঈদ শুভেচ্ছার অন্তরালে নির্বাচনী প্রচারণা!


প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৫ জুন ২০১৭

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকা রাজনীতিবিদদের শুভেচ্ছা সংবলিত ব্যানার পোস্টার ছেঁয়ে গেছে। আগামি ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-পোস্টারে এলাকাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রকারান্তরে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকার জানান দিয়ে আগামী নির্বাচনে নিজ দলের পক্ষে আগাম ভোট প্রার্থনা করছেন অনেকে।

poster

এক সময় রাজনৈতিক নেতাকর্মীদের প্রচার প্রচারণা শুধুমাত্র পাড়া মহল্লা গ্রামে-গঞ্জের রাস্তাঘাটের ব্যানার পোস্টারে সীমাবদ্ধ ছিল। কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তির এ যুগে ডিজিটাল পদ্ধতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুধু নিজ দেশেই নয়, বিশ্বব্যাপী প্রচার প্রচারণা চালাচ্ছেনঅনেকে। বিভিন্ন রাজনৈতিক নেতার পক্ষে কর্মীরা ইতিবাচক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে ভিডিও করে সেগুলো পোস্ট দিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণেল চেষ্টা চালাচ্ছেন।

poster

রোববার সরেজমিনে রাজধানীর লালবাগ, তেজগাঁও, রমনা ও গুলশানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী, সাংসদ, যুবলীগ, ছাত্রলীগের পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার-পোস্টারে নগরবাসীকে শুভেচ্ছা জানানো হচ্ছে।অধিকাংশ ব্যানার-পোস্টারে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন।

poster

নগরীর বিভিন্ন পাড়া মহল্লার পোস্টার ব্যানারের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় ফেসবুকে বিভিন্ন উপায়ে ঈদ শুভেচ্ছা ও দোয়া চাইছেন রাজনৈতিক নেতাকর্মীরা। কেউ অডিও বার্তা আবার কেউবা এক ধাপ এগিয়ে ভিডিও ধারণ করে তা পোস্ট দিচ্ছেন।

সম্প্রতি যুবলীগের এক নেতার পক্ষে একটি ভিডিও চিত্র ফেসবুকে বেশ আলোচিত হচ্ছে। যেখানে দেখা গেছে ওই নেতার পক্ষে কয়েকজন কর্মী ঈদ উপলক্ষে পাঞ্জাবি বিতরণ করছেন। ক্ষমতাসীন দলের মতো ব্যাপক প্রচারণা না থাকলেও বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরাও সীমিত পরিসরে ব্যানার পোস্টার ছাপিয়ে দেশের মানুষকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন।

poster

এদিকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অনেক রাজনৈতিক নেতা এখন তাদের নির্বাচনী এলাকায় রয়েছেন। তারা প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। আগামী নির্বাচনে নিজ দলের মনোনীত প্রার্থীর পক্ষে দোয়া ও আগাম ভোট চাইছেন তারা।

এমইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।