শিল্পাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচীর আর্ট ক্যাম্প


প্রকাশিত: ১১:০১ এএম, ১৯ মে ২০১৫

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চারুকলা বিষয়ক আর্ট ক্যাম্প। এ আর্ট ক্যাম্পে সারাদেশ থেকে উদীচীর ৪০ জন চারুশিল্পী যোগদান করেন। মানিকগঞ্জের ভালকুঠিয়ায় গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পটশিল্পী রঘুনাথ চক্রবর্তী।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল মানিকগঞ্জের বানিয়াজুরি এলাকার প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত হওয়া। একই সঙ্গে গ্রামের শিশুরাও যেন শিল্পীদের ছবি দেখে এবং তাদের সঙ্গে ছবি এঁকে নিজেদের চিন্তার প্রকাশ ঘটাতে পারে।

সবশেষে শিল্পাচার্যের ওপর উদীচী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ম্যাডোনা-৪৩’-এর উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে শেষ হয় আর্ট ক্যাম্পটি।

এসকেডি/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।