বাল্যবিয়ে শূন্যের কোটায় নামিয়ে আনার তাগিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৭ জুলাই ২০১৭

পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করে বাল্যবিয়ে শূন্যের কোটায় নামিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দিয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্ট্রেনথেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুস (এসপিসিপিডি) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি ‘র বৈঠকে এই তাগিদ দেয়া হয়।

কমিটি সংসদ সদস্যদের বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে যথাযথ ভূমিকা অব্যাহত রাখার সুপারিশ করে।

এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত লিফলেট এবং সভা-সেমিনারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা অব্যাহত রাখারও সুপারিশ করে। বৈঠকে বাল্যবিবাহপ্রবণ এলাকায় সংসদ সদস্যদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা করার সুপারিশ করা হয়।

একই সঙ্গে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার এজেন্ডায় বাল্যবিবাহ প্রতিরোধের বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। কমিটি বাল্যবিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে মেয়েদের লেখাপড়া এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সুপারিশ করে। সাব-কমিটির আহ্বায়ক বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে সভায় মোছা. মাহবুব হারা বেগম গিনি এবং সেলিনা বেগম উপস্থিত ছিলেন।

এইচএস/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।