২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৪ জুন ২০১৫
ফাইল ছবি

পর্যটন শিল্প খাতকে চাঙ্গা করতে ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশি পর্যটকরাই এই পর্যটন বর্ষ উদযাপনে প্রধান ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার ২০১৫-১৬ সালের বাজেট প্রস্তাব পেশ করার সময় একথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে দেশে বিদেশি পর্যটকের সংখ্যা আনুমানিক ১০ লক্ষে উন্নীতকরণ এবং এ খাতকে আয়ের পরিমাণ প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে পর্যটন কেন্দ্রসমূহের সুবিধাদি সম্প্রসারণ করা হচ্ছে।

জেইউ/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।