ক্রিকেটার আরাফাত সানির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, ২৫ আগস্ট ২০১৭

ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি রাজধানীর জিগাতলার রেনেসা হাসপাতালের আইসিইউতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাসরিন সুলতানার ছোট বোন শারমিন সুলতানা।

শুক্রবার বেলা ১১টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান শারমিন সুলতানা।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় আপুর (নাসরিন) মোবাইলে সানির ফোন আসে। এ সময় তিনি বাইরে গিয়ে কথা বলেন। কথা বলার সময় আপু চেচামেচি ও কান্নাকাটি করেন। পরে তিনি ৫০টি ঘুমের ওষুধ খায়। পরিবারের লোকজন ঘুমের ওষুধ খাওয়ার বিষয়টি সকালে টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে।

এদিকে আরাফাত সানির মা নারগিস আক্তার বলেন, বিষয়টা আমরা শুনেছি। তবে তার আত্মহত্যার চেষ্টাতে আমাদের কিছু্ যায় আসে না।

জেএ/এএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।