ডিএসসিসিতে বিনামূল্যে চিকিৎসাসেবা আরও দুই সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৯ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

নাগরিকদের সাড়া পাওয়ায় আরও দুই সপ্তাহ ঔষধসহ বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

বাড়িতে বসেই নাগরিকদের সেবা পেতে গত ২৮ নভেম্বর থেকে ১৫ দিনের জন্য এ কার্যক্রম শুরু করেছিল ডিএসসিসি। মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা পক্ষ নামে এ কার্যক্রমে গত ১৪ দিনে ২৭ হাজার ৪০৬টি ফোন পেয়েছে ডিএসসিসি। যার মধ্যে ৯ হাজার ৩৬৫ জন ডিএসসিসির বাসিন্দা।

নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী এ কার্যক্রম আরও দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়ে মেয়র বলেন, প্রথম পর্যায়ের কার্যক্রম আজ (মঙ্গলবার) শেষ হবে। এরই মধ্যে অনেক নাগরিক অনুরোধ করেছেন এ কার্যক্রম চলমান রাখতে। তাই আরও ১৪ দিন বাড়ানো হলো।

DSCC-2

তিনি বলেন, আমাদের ইউনিক কলার ১৯ হাজার ৯৯১টি এবং ডিএসসিসি এলাকার কল ৯ হাজার ৩৬৫টি। বাড়িতে বসে সেবা চেয়েছেন ৩৬৪০ জন এবং সেবা পেয়েছেন ৩৩১৮ জন। ফোনে সেবা দেয়া হয়েছে ৪৭ জনকে। তবে ১২৯ জন পরবর্তীতে ফোন রিসিভ করেননি।

ডিএসসিসির এ কার্যক্রমে ১০৫ জন সাব অ্যাসিস্টেন্ট ইজ কমিউনিটি মেডিকেল অফিসার কল সেন্টার থেকে প্রাপ্ত কলের ভিত্তিতে ৫৭টি ওয়ার্ডেই এ সেবা প্রদানে নিয়োজিত রয়েছেন। এ সেবা পেতে নাগরিকদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে কল করতে হবে।

দ্বিতীয় দফায় এ স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালেহ উদ্দিন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।