কাকরাইল থেকে বেসরকারি চাকরিজীবী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০ এএম, ০২ জানুয়ারি ২০১৮

রাজধানীর কাকরাইল এলাকা থেকে বিশ্বজিৎ দে জয় (৪৬) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি সোমবার সিদ্দেশ্বরীর বাসা থেকে বেইলি রোডের অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় সোমবার রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্বজিতের ভগ্নিপতি জয়ন্ত কুমার দেব।

তবে মঙ্গলবার সকালে জাগো নিউজকে তিনি বলেন, ‘বিশ্বজিৎ নিখোঁজ রয়েছে, মনে হচ্ছে তাকে দ্রুতই পাওয়া যাবে। সে পরিবারের সঙ্গে রাগ করেছে।’

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

জিডিতে জয়ন্ত কুমার উল্লেখ করেছেন, সোমবার সকাল সাড়ে ৯ টায় বাড়ি থেকে অফিসের উদ্দেশে বের হওয়ার পর থেকে বিশ্বজিতের কোনো সন্ধান মেলেনি। তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

বাড়ি থেকে বের হওয়ার সময় বিশ্বজিতের পরণে শার্ট, মেরুণ কোট ও জিন্সের প্যান্ট ছিল। এ ছাড়া তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

এআর/এমএমজেড/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।