শাহ্ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শেখ হাসিনার শোক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১২ মার্চ ২০১৮

রংপুর জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহ্ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, শাহ্ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে জাতি এক বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সংগঠক, সৎ-নির্লোভ ভাষাসৈনিককে হারাল। ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে শাহ্ আব্দুর রাজ্জাকের অসামান্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা জাতি হিসেবে এগিয়ে যাচ্ছি।

অপর এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এফএইচএস/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।