বিচারক শুভ


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৫ জুলাই ২০১৫

আরিফিন শুভ শুরুটা করেছিলেন মডেল হিসেবে। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘হ্যা/না’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় তার যাত্রা শুরু। তারপর জনপ্রিয়তা পেয়েছেন নাটকের অভিনয়ে। ২০০৮ সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিকে অভিনয় করে তিনি নিজের অবস্থান আরেকটু পোক্ত করেন।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত জাগো সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। পরবর্তীতে শীর্ষ নায়কদের একজন হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করেছেন। সর্বশেষ ‘ছুঁয়ে দিলে মন’ ছবি দিয়ে নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার চূড়ায়। উল্লেখ্য, চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’। এখানে শুভর বিপরীতে অভিনয় করেছেন মম।

এদিকে বড় পর্দায় ব্যস্ত হবার পর চিত্রনায়ক শুভকে আর ছোট পর্দায় দেখা যায় না। তবে ছোট পর্দার জন্য নির্মিত ছোটদের নিয়ে চ্যানেল আইয়ের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এ অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে হাজির হচ্ছেন তিনি।

এ নিয়ে প্রথমবার তিনি কোন রিয়্যালিটি শোর বিচারক হিসেবে যাচ্ছেন। আগামী ২ আগস্ট প্রচার হওয়া ‘ক্ষুদে গানেরাজের’ পর্বে বিচারক হিসেবে দেখা যাবে শুভকে।  

এই বিষয়ে আরিফিন শুভ বলেনন, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এবারই প্রথম বিচারক হিসেবে অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছি। অনেক ভালো লাগছে। অনুষ্ঠানে ক্ষুদে প্রতিযোগীরা অন্যান্য গানের পাশাপাশি আমার অভিনীত ছবির গান গাইবেন’।

শুভ জানালেন, বর্তমানে তিনি ‘জেদী’র শুটিং নিয়ে ব্যস্ত আছেন। কিছুদিন পর ‘ভ্রমর’ নামে নতুন আরেকটি ছবির শুটিং শুরু করবেন।

এদিকে সব কাজ শেষ হয়েও মুক্তির জন্য আটকে আছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়াছবি’ চলচ্চিত্রটি। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

এলএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।