ইলিশের অভিনন্দন পেলেন প্রধানমন্ত্রী

আমানউল্লাহ আমান
আমানউল্লাহ আমান আমানউল্লাহ আমান , নিজস্ব প্রতিবেদক চাঁদপুর থেকে
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০১ এপ্রিল ২০১৮
ছবি-ফাইল

পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর ত্রিমোহনার শহরে এসে ইলিশের অভিনন্দন পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ অভিনন্দন পান তিনি।

জাতীয় মাছ ইলিশের অন্যতম প্রজনন অঞ্চল এ জেলা। তাই নদীমাতৃক এ জেলাকে বলা হয় ‘ইলিশের বাড়ি’। সেই বাড়িতে জনসভা করতে এসে অভিনন্দন হিসেবে পেয়েছেন ‘ইলিশ’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ইলিশ আকৃতির স্মারক তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। এ সময় জনসভায় উপস্থিত সবাই হাত তালি দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

এইউএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।