আমিন জুয়েলার্সে ছাদ কেটে চুরি, চুরি শেষে ঢালাই!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৭ এপ্রিল ২০১৮
ফাইল ছবি

রাজধানীর গুলশান-২ নম্বরের ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্সে অভিনব পদ্ধতিতে চুরির ঘটনা ঘটেছে। প্রথমে মার্কেটের ছাদ কেটে চুরি এবং চুরি শেষে ছাদ ঢালাই করা হয়েছে।

চুরির ঘটনায় আমিন জুয়েলার্সের পক্ষ থেকে আনুমানিক ৩০০ ভরি স্বর্ণ ও ২৪ লাখ টাকা খোয়া যাওয়ার কথা বলা হয়েছে। তবে মঙ্গলবার ভোর পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শনিবার (২১ এপ্রিল) থেকে রোববার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা মার্কেটের ছাদের একটি অংশ কেটে দোকানে ঢুকে চুরির পর আবার ঢালাই করে পালিয়ে গেছে।

পুলিশের গুলশান থানার এসআই আলমগীর জাগো নিউজকে বলেন, পহেলা বৈশাখের দিন গত শনিবার কাজ করে রাতে দোকান বন্ধ করে যান কর্মচারীরা। পরদিন রোববার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ ছিল মার্কেট। সোমবার সকালে দোকান খুলে দেখা যায় দোকানের ছাদ কেটে স্বর্ণ ও নগদ টাকা চুরি হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এডিসি আবদুল আহাদ জাগো নিউজকে বলেন, ‘চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

এআর/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।