কবি বেলাল চৌধুরী আর নেই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ক্রনিক কিডনি ডিজিজ, রক্তশূন্যতা, হাইপোথাইরোটিজসহ নানা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এই কবি। অবস্থান অবনতি হওয়ায় শুক্রবার বিকেল ৩টায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল তাকে।

লাইফ সাপোর্ট খোলার আগেই বেলাল চৌধুরী মারা যান বলে প্রাথমিক খবরে জানা গেছে।

বেলাল চৌধুরী আনোয়ার খান মডার্ন হাসপাতালের অধ্যাপক ফিরোজ আহমেদ কোরেশীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কবি পরিচয়ের পাশপাশি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসেবেও খ্যাতিমান ছিলেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে একুশে পদক পান তিনি।

২১ এপ্রিল কবি বেলাল চৌধুরীর বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, দীর্ঘ চার মাস ধরে তিনি অসুস্থ। ১৭ আগস্ট থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। শুক্রবার তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। তার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।