রাজধানীতে ট্রাকচাপায় হাত-পা থেঁতলে গেল পরিচ্ছন্নতাকর্মীর

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ এএম, ১৫ মে ২০১৮

রাজধানীর দয়াগঞ্জে বেপোয়ারা ট্রাকের চাপায় কালু দাস (৫০) নামে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের (ডিএসসিসি) এক পরিচ্ছন্নতাকর্মীর হাত-পা থেঁতলে গেছে। এসময় মাথায়ও অাঘাত পেয়েছেন তিনি। তবে থেঁতলে যাওয়া হাত ও পা কেটে ফেলতে হবে বলে অাশঙ্কা করা হচ্ছে।

আহত কালুকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর দয়াগঞ্জ সুইপার কলোনির সামনের একটি মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, ট্রাকচাপায় কালুর ডান পা ও ডান হাত একেবারে থেঁতলে গেছে। তার পা ও হাত আলাদা করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া তার মাথায়ও জখম রয়েছে।

এসএইচ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।