কল্যাণপুরে ৩২ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২০ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

রাজধানীর কল্যাণপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায় ডিবি পুলিশের পশ্চিম বিভাগের মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। অভিযানকালে কল্যাণপুর বাসস্ট্যান্ডের মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জাল টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- জসিম মোড়ল (৩০), আব্দুল জলিল (২৮), সাগর ওরফে রিপন দাশ (৩০) জালাল উদ্দিন (২৮)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, জাল টাকা উদ্ধারের ঘটনায় মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, তারা প্রায় ৫/৬ বছর যাবৎ পরস্পর যোগসাজশে বাংলাদেশি জালনোটসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা প্রস্তুত ও বাজারজাত করে আসছিল।

জেইউ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।