ঢাকায় ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বান্দরবানের থানচিতে বিজিবির সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির গোলাগুলির ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকেল ৪টায় ঢাকায় ফিরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বান্দরবান সেক্টর সদর দফতরের কর্নেল ওয়ালিউর রহমান জানান, পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজিবি মহাপরিচালক ঢাকায় ফিরে গেছেন।
বিজিবির সদস্যদের সঙ্গে কোন বৈঠক বা দিক নির্দেশনা দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,
মন্ত্রী শুধুমাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকায় কারো সঙ্গে কোন বৈঠক করেননি তিনি।
সৈকত দাশ/এআরএ/এমআরআই