আরও ৬ স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৩ মার্চ ২০১৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন ঘোষিত স্থলবন্দরের সংখ্যা ২৩টি। আরও ৬টি স্থলবন্দরের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। রোববার জাতীয় সংসদে মো. শহীদুজ্জামান সরকারের (নওগাঁও-২) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ঘোষিত স্থলবন্দরগুলো হলো- বেনাপোল (যশোর), বুড়িমারী স্থলবন্দর (লালমনির হাট), আখাউড়া স্থলবন্দর (ব্রাক্ষণবাড়িয়া), সোনা মসজিদ স্থলবন্দর (চাঁপাই নবাবগঞ্জ), হিলি স্থলবন্দর (দিনাজপুর), ভোমরা স্থলবন্দর (সাতক্ষীরা), বাংলাবান্ধা স্থলবন্দর (পঞ্চগড়), বিরল স্থলবন্দর (দিনাজপুর), টেকনাফ স্থলবন্দর (কক্সবাজার), তামাবিল স্থলবন্দর (সিলেট), গোবড়াকুড়া-কুড়ইতলি স্থলবন্দর (ময়মনসিংহ), বিবির বাজার স্থলবন্দর (কুমিল্লা), দর্শনা স্থলবন্দর (চুয়াডাঙ্গা), বিলোনিয়া স্থলবন্দর ফেনী), নাকুগাঁও স্থলবন্দর (শেরপুর), রামগড় স্থলবন্দর (খাগড়াছড়ি), সোনাহাট স্থলবন্দর (কুড়িগ্রাম), তেগামুখ স্থলবন্দর (রাঙ্গামাটি), চিলাহাটি স্থলবন্দর (নীলফামারী), দৌলতগঞ্জ স্থলবন্দর (চুয়াডাঙ্গা), ধানুয়া কামালপুর স্থলবন্দর (জামালপুর), শেওলা স্থলবন্দর (সিলেট) ও বাল্লা স্থলবন্দর (হবিগঞ্জ)।

প্রতিমন্ত্রী জানান, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর, কুড়িগ্রাম জেলার রৌমারী, সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, বান্দরবান জেরাধীন নাইক্ষংছড়ি উপজেলার ধুমধুম, মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার চাতলাপুর, সুনামগঞ্জ জেলাধীন তাহিরপুর উপজেলার বড়ছড়া, সিলেট জেলাধীন জকিগঞ্জ শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

এইচএস/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।