নুসরাতকে হত্যাচেষ্টার মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৯ এপ্রিল ২০১৯

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং ঘটনার মূলহোতা মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছে কর্মজীবী নারী নামের একটি সংগঠন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আখতার এমপি। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, শাহীন আক্তার পারভীন, শ্রমিক নেত্রী, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন মোর্শেদা আখতার, সাধারণ সম্পাদক, জাতীয় গার্হস্থ্য শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক নেতা আবুল হোসেন।

শিরিন আখতার বলেন, নারীর ওপর সংঘটিত নির্যাতন-নিপীড়ন, হত্যা-খুন, ধর্ষণ বন্ধ করতে অনতিবিলম্বে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা, পোশাক শিল্প কারখানাসহ সব প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপন ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন নিশ্চিত করতে হবে। মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে নুসরাত জাহান রাফীর সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে অগ্নিদগ্ধ নুসরাতের অস্ত্রোপচার হয়েছে। ভেন্টিলেশনে (লাইফ সাপোর্ট) রেখেই মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচার চলে। তার ফুসফুস সক্রিয় করতে এ অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে এ অস্ত্রোপচার হয়েছে উল্লেখ করে নুসরাতের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম জানিয়েছেন, নুসরাতের চিকিৎসার আপডেট রিপোর্ট নিয়মিত সিঙ্গাপুরে পাঠানো হবে।

গত ২৭ মার্চ নুসরাতকে যৌন হয়রানির চেষ্টা করেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাহ- এমন অভিযোগ এনে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অধ্যক্ষকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান।

ওই ঘটনার পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে। অন্যদিকে আরেকটি অংশ শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করে।

এর মধ্যে শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে ওই ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। দগ্ধ ছাত্রীর বাড়ি সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামে।

এমইউএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।