শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১২ অক্টোবর ২০১৯

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাজধানীর বসুন্ধরায় অ্যাপোলো হাসপাতালে ১০৩১৪ নং কেবিনে ডাক্তারের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরে তিনি হৃদরোগের জটিলতায় ভুগছিলেন।

বৃহস্পতিবার তার হার্টে সফলভাবে একটি রিং প্রতিস্থাপন করা হয়। অসুস্থ হয়ে পড়লে গত বুধবার শাহজাহান আলম সাজুকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এমএইচএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।