মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে অসদাচরণ, বিচার চেয়ে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৮ অক্টোবর ২০১৯

‘ওরা বাস্তুচ্যুত করে পেটে লাথি মেরেছে, কফিনে রাষ্ট্রীয় সালাম চাই না’ চিঠি লেখার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করেন দিনাজপুরের সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের যোগবাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন। চিঠিতে লেখে যাওয়া কথামত তাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করা হয়।

ইসমাইল হোসেনের ছেলে নুর ইসলাম জেলার এসিল্যান্ডের গাড়ি চালাতেন। বিভিন্ন অভিযোগে তাকে প্রথমে পরিত্যক্ত খাস বাড়ি থেকে বাস্তুচ্যুত ও পরে চাকরিচ্যুত করা হয়। এমন পরিপ্রেক্ষিতে মৃত্যুবরণের আগমুহূর্তে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ওই চিঠি লিখেন

বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ঘটনায় সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের ব্যানারে ছয়জন মুক্তিযোদ্ধার সন্তান। দিনাজপুরের সহকরী কমিশনার (ভূমি), এডিসি (রাজস্ব) ও জেলা প্রশাসকের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন।

অবস্থান কর্মসূচি পালন করা ছয়জন হলেন- অহিদুল ইসলাম তুষার, এস এম তোফায়েল তুষার, মো. রবিউল, মো. রনজু, মো. পারভেজ ও মো. ইমরান।

Ismail-freedom-fighter

তারা বলেন, ইসমাইল হোসেনের পরিবারকে হুমকি প্রদান করা হচ্ছে, তারা যেন এ বিষয়টি মেনে নেয়। এটি নিয়ে তারা যেন আর বাড়াবাড়ি না করেন। এমনকি বিভিন্নভাবে চেষ্টা করছে, মুক্তিযোদ্ধার ওই সন্তানকে মাদকাসক্ত বলে নিজেদের অপরাধ ঢাকতে। পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই এসব ঘটনায় জড়িতদের অব্যাহতি না দেয়া পর্যন্ত আমরা ছয়জন মুক্তিযোদ্ধার সন্তান অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে অসদাচরণ, সন্তানকে চাকরিচ্যুত ও পরিবারকে বাস্তুচ্যুত করার অপরাধের সঙ্গে জড়িতদের বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের আবাসন এবং আর্থিক ব্যবস্থা নিশ্চিত করা, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর অব্যাহত নিপীড়ন নির্যাতন বন্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পিডি/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।