ফেসবুকে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার করার কারণে সম্প্রতি ভোলার ঘটনায় সাধারণ মানুষ মারা গেছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে ফেসবুক বা ইন্টারনেটে নজরদারি করে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে।
রোববার (১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
বৈঠকে কমিটির সদস্য জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমান বলেন, 'নুসরাত হত্যা মামলায় পুলিশ সঠিকভাবে তদন্ত প্রতিবেদন দেওয়ার কারণে আসামিদের ফাঁসির রায় দিতে সক্ষম হয় আদালত।'
এজন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান তিনি। একইভাবে ফেসবুকে অপপ্রচার করার কারণেও সম্প্রতি ভোলার ঘটনায় সাধারণ মানুষ মারা যায় উল্লেখ করে আইসিটি আইনে ফেসবুক বা ইন্টারনেট নজরদারি করে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থার অনুরোধ করেন কমিটির এ সদস্য।
তিনি বলেন, 'অনেক ক্ষমতাশালী নেতারা গানম্যান নিয়ে ঘুরে বেড়ান। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবসময় তিনজন গানম্যান নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ এমনকি পশুর হাটেও যান।'
এ সময় তিনি গানম্যান নিয়োগ এবং ব্যবহারের নীতিমালা সম্পর্কে জানতে চান। এছাড়া নীতিমালার বাইরে যারা এটি ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
রাজধানীতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রণাধীন মোটরসাইকেল চালিয়ে অনেক বেকারের কর্মসংস্থান হলেও মোটরসাইকেলের বেপরোয়া চলাফেরার কারণে যানজটসহ দুর্ঘটনায় অনেক লোক আহত হচ্ছেন। তাদেরকে একটি আইনের মাধ্যমে এনে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান জাপার এ সংসদ সদস্য।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আফছারুল আমীন, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।
বৈঠকে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামানসহ মন্ত্রণালয় ও বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগের জেরে পুলিশ-জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির আইডি হ্যাক করে এ অপপ্রচার চালানো হয়। এ কারণেই এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে।
এইচএস/এনএফ/জেআইএম