যাত্রাবাড়ী-কেরানীগঞ্জে ১১৫৩ পিস ইয়াবাসহ আটক ৪
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক হাজার পাঁচ পিস ইয়াবাসহ টুটুল বর্মণ (২৪) ও আকিল (২২) নামে দুইজনকে আটক করেছে র্যাব। রোববার সকাল ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১০ এর একটি দল।
র্যাব-১০ (সিপিসি-২) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকরা সবাই ইয়াবা ব্যবসায় জড়িত।
একইদিন সকাল পৌনে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইস্পাহানি আগানগর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মো. সুমন (২২) নামে একজনকে আটক করা হয়।
অন্যদিকে শনিবার দিবাগত রাতে র্যাব-১০ (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকা থেকে ৪৮ পিস ইয়াবাসহ রাকিবুল হাসান লিখন (১৮) নামে এক যুবককে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/বিএ/জেআইএম