জেদ্দা-মদিনাসহ সৌদিতে বিমানের সব ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৪ মার্চ ২০২০
ফাইল ছবি

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৫ মার্চ) থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।

আগামী দুই সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বিমান।

শনিবার (১৪ মার্চ) বিমানের কাস্টমার কেয়ার হটলাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে ১১টি ফ্লাইট বাতিল করে বিমান।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এবং বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বাড়তে থাকায় আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে কেউ আসতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার রাতে এ ঘোষণা দেয়া হয়। এছাড়া বাংলাদেশ সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধের ঘোষণা দেন তিনি।

এআর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।