বিএসএমএমইউ’র উপ-উপাচার্য ডা. শহীদুল্লাহ করোনায় আক্রান্ত!

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৯ এপ্রিল ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য এবং চর্ম ও যৌন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়েছে। তথ্যটি জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কণক কান্তি বড়ুয়া।

বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণে চালু হওয়া ল্যাবরেটরিতে বুধবার (৮ এপ্রিল) নমুনা পরীক্ষায় ডা. শহীদুল্লাহর করোনাভাইরাস ধরা পড়ে বলে জানা যায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কণক কান্তি বড়ুয়া বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাগো নিউজকে বলেন, আমার কানে কথাটা এসেছে। আমি সত্যতা জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু তিনি (ডা. শহীদুল্লাহ শিকদার) মোবাইল রিসিভ করছেন না।

উপাচার্য জানান, ল্যাবরেটরিতে যারা পরীক্ষা করেছেন, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সত্যতা জানার চেষ্টা করছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের অনেকে বলছেন, উপ-উপাচার্য ডা. শহীদুল্লাহ শিকদার আক্রান্ত হয়ে থাকলে অনেকেই আক্রান্ত হবেন। কারণ তিনি নিজেই করোনাভাইরাসের সংক্রমণরোধে অনেক চিকিৎসক ও অন্যান্য স্টাফকে নিজ হাতে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন। অনেক টিভি চ্যানেলে গিয়ে তিনি টকশোতেও অংশ নিয়েছেন।

এমইউ/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।