পিকআপভর্তি ত্রাণ নিয়ে বিতরণে যাচ্ছেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২০ এপ্রিল ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১৩০ পরিবারের জন্য ত্রাণ নিয়ে হবিগঞ্জের লাখাই যাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সুমনের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠা করা ‘এর্শাদ-আম্বিয়া’ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

যাওয়ার সময় সোমবার (২০ এপ্রিল) দুপুরে ব্যারিস্টার সুমন বলেন, ‘গতকাল বাবা-মায়ের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। স্বল্প সময়েই অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনেকেই অর্থসহায়তা দিয়েছেন। সেই অর্থ দিয়ে প্রাথমিকভাবে অসহায় ১৩০ পরিবারের জন্য রমজান উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনেছি। আজ লাখাই উপজেলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এর আগে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘ত্রাণ দিয়ে এর্শাদ-আম্বিয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু করছি। যেতে চাই বহু দূর।’

নিজের এলাকা হবিগঞ্জের চুনারুঘাট ছাড়িয়ে সারাদেশে সামাজিক কার্যক্রমে আরও ব্যাপক আকারে করার জন্যে নিজের বাবা-মায়ের নামে সমাজসেবামূলক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (১৯ এপ্রিল) ব্যারিস্টার সুমন তার ফেসবুক লাইভে জানান, নিজের পরিবারের সবার সঙ্গে পরামর্শক্রমে ‘এর্শাদ-আম্বিয়া ফাউন্ডেশন’ নামে এই সেবাদানকারী প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন তিনি।

এফএইচ/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।