মেয়েসহ করোনামুক্ত হলেন বিএসএমএমইউর সাবেক উপ-উপাচার্য

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২২ এপ্রিল ২০২০

সুস্থ হয়ে উঠেছেন করোনাভাইরাসে আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও বর্তমানে চর্মরোগ এবং যৌনব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

গত ৮ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার মেয়ে নীলিমা সিকদার ধরিত্রীরও (২০) আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ গতকাল ২১ এপ্রিল দু’জনেরই নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ফলাফল নেগেটিভ এসেছে। বর্তমানে তারা সুস্থ আছেন এবং করোনাভাইরাস থেকে মুক্ত।

বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানিয়ে বলেন, ‘অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার ও তার কন্যা করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার বিষয়টি মোবাইলে নিশ্চিত করেছেন। তিনি সব শুভানুধ্যায়ীর প্রতি বিশেষ করে যারা দোয়া করেছেন, এই সময়ে তার খোঁজ-খবর রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন এবং বর্তমান অবস্থায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর নির্দেশিত স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন।’

এমইউ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।