রাজধানীর হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি ৯৫ জন, চিকিৎসাধীন ৯৫৬

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৩০ এপ্রিল ২০২০

রাজধানীতে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ডেডিকেটেড হিসেবে ঘোষিত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় ৯৫ জন ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৫৬ জন করোনা রোগী। এসব হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন মোট ১ হাজার ৭৩১ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, বর্তমানে রাজধানীর সরকারি ও বেসরকারি পর্যায়ে যেসব হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে সেগুলো হলো- কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল ঢাকা, রিজেন্ট হাসপাতাল উত্তরা, রিজেন্ট হাসপাতাল মিরপুর, সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল, লালকুটি হাসপাতাল মিরপুর এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

তবে সোহরাওয়ার্দী হাসপাতালে এখনও কোনো করোনা রোগী ভর্তি হয়নি। তারা এখনও প্রস্তুতি গ্রহণ করছেন। এছাড়া বাড়িতে থেকে টেলিফোনের মাধ্যমে অনেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ডা. নাসিমা।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৬৪ জন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৬৬৭ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১০ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৬০ জন।

এমইউ/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।